মুম্বই : তেলাঙ্গানা গণধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্তদের এনকাউন্টার নিয়ে দ্বিধাবিভক্ত দেশ। সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ সবাই নিজেদের মতামত প্রকাশ করছেন এই প্রসঙ্গে। বেশিরভাগ মানুষ তেলাঙ্গানা পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানালেও কেউ কেউ অন্য মত প্রকাশ করেছেন। তার মধ্যে অন্যতম ওয়াহিদা রহমান।
তিনি জানান, "আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে, ধর্ষণের মতো জঘন্য অপরাধ ক্ষমার অযোগ্য। আবার আমি এটাও মনে করি যে, কারো জীবন নিয়ে নেওয়ার অধিকার আমাদের নেই। ধর্ষকদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত।"