মুম্বই : সবার প্রথমে অমিতাভ বচ্চনের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসে । তার কিছুক্ষণ পর ছেলে অভিষেকও টুইট করে কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান ৷ গতকাল দুপুরের দিকে নানাবতী হাসপাতালের তরফে জানানো হয় বিগ বির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল । এরপর পজ়িটিভ আসে ঐশ্বরিয়া রাই ও আরাধ্যার কোরোনা পরীক্ষার রিপোর্ট । বচ্চন পরিবারের এই চার সদস্য কোরোনায় আক্রান্ত হওয়ায় চিন্তায় পড়ে যান ফ্যানরা । তাঁদের সুস্থতা কামনা করে সোশাল মিডিয়া পোস্ট করেন অনেক তারকা । বাদ যাননি বিবেক ওবেরয়ও ।
এক সময় বিবেক ও ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে সরগরম হয়েছিল বলিউড ইন্ডাস্ট্রি । সলমান খানের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পরই বিবেককে ডেট করতে শুরু করেন ঐশ্বরিয়া । 'কিউ হো গ্যায়া না' ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁদের । ছিলেন অমিতাভও । বেশ কিছুদিন একসঙ্গে সময় কাটান তাঁরা । যদিও বেশিদিন টেকেনি সম্পর্ক । বিচ্ছেদ হয়ে যায় তাঁদের । তিক্ততা তৈরি হয় তাঁদের সম্পর্কে ।