মুম্বই : ভ্যালেন্টাইন'স ডে-র রাতে একেবারে সিনেমার হিরোর মতোই বাইক চালিয়ে স্ত্রী প্রিয়াঙ্কাকে উড়িয়ে নিয়ে গেলেন বিবেক ওবেরয় । তবে বাস্তবটা তো সিনেমার থেকে কিছুটা আলাদা । তাই সিনেমার হিরোরা যে কোনও পরিস্থিতিতে যেভাবে পার পেয়ে যায়, বিবেক সেভাবে পার পেলেন না ।
মাস্ক এবং হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে 500 টাকা ফাইন করা হল অভিনেতাকে । শুধু তাই নয়, ওই অবস্থায় বিবেক তাঁর অনুরাগীদের সঙ্গে সেলফি তুলেছেন, সামাজিক দূরত্ব না মেনে মাস্ক ছাড়াই তাদের সঙ্গে কথা বলেছেন । আর নিজেই সেই ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে ।