পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিতর্কের মাঝেই আবারও মিম শেয়ার বিবেকের! - meme

লাইমলাইটে থাকতে হয়ত ইদানীং ভালোই লাগছে বিবেক ওবেরয়ের। তাই তো কখনও রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক দেখার পরামর্শ দিচ্ছেন তো কখনও কংগ্রেসকে নিয়ে মিম শেয়ার করছেন।

বিবেক ওবেরয়

By

Published : May 24, 2019, 10:13 AM IST

মুম্বই : ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে মিম শেয়ার করে বিতর্কে জড়িয়েছিলেন বিবেক। সেই রেশ কাটতে না কাটতেই ফের একটি মিম শেয়ার করলেন তিনি।

১৭তম লোকসভার ফলাফল স্পষ্ট হতেই মিমটি শেয়ার করেন বিবেক। কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি, মায়াবতী সহ অনেকের ছবি নিয়েই একটি মিম শেয়ার করেছেন। যেখানে লেখা, "চমকে গেলেন!"

BJP-র এমন ফলাফলে মহাজোট চমকে গেছে বলে মিমটিতে দাবি করা হয়েছে। সেই মিমটি শেয়ার করে বিবেক লেখেন, "সকল রাজনৈতিক যাঁরা নরেন্দ্র মোদির বিরুদ্ধে জোট করেছিলেন, তাঁদের উদ্দেশ্যে একটি অনুরোধ- আপনারা মোদিকে ঘৃণা না করে ভারতকে বেশি ভালোবাসতে সময় দিন। ভালো গণতন্ত্রের জন্য ভারতের বিচক্ষণ বিরোধীদের প্রয়োজন।"

বিবেক ওবেরয়ের টুইট

আজ মুক্তি পাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বিবেক। ছবিটি লোকসভা নির্বাচনের আগেই মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নির্বাচন কমিশনের নির্দেশে লোকসভা নির্বাচন শেষের পর আজ মুক্তি পাচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details