মুম্বই : এই লকডাউনের মাঝে নিজের শুটিংরত ছবি দেখে চমকেছিলেন সোনাক্ষী সিনহা । ভুল ভাঙে কিছু সময়ের মধ্য়েই । বুঝতে পারেন এটি তো পুরোনো শুটিংয়ের ছবি । সঙ্গে সঙ্গে বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ অভিনেত্রীর ।
সোনাক্ষী লিখেছেন, "একজন পরিচালক ও একাধিক ফিল্ম সংস্থার সদস্য হয়ে আপনার একটু খবর নিয়ে কথা বলা উচিত । এই সময় কেউ শুটিং করছে না কারণ সমস্ত শুটিং স্টুডিয়ো বন্ধ আর এটা একটা জাতীয় লকডাউন ।"
তবে বিবেক ছবিটি পেলেন কোথায় ? ছবিটি দিয়ে ভুয়ো খবর বানিয়েছেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যম । সেই সংবাদমাধ্য়মকেও নিজের পোস্টটি ট্যাগ করেছেন সোনাক্ষী ।
এরপর সোনাক্ষী আরও একটি পোস্ট করেন । যেখানে তিনি মুম্বই পুলিশকে পোস্টটি ট্যাগ করেন । অভিনেত্রী লিখেছেন, "এক্সকিউজ় মি মুম্বই পুলিশ । আমায় বলতে পারেন যে, এই সময় এরকম ভুয়া খবর ছড়ানোটা কী করে বন্ধ করা যায় ?" এখন তিনি কোনও শুটিং করছেন না বলে জানিয়েছেন সোনাক্ষী ।
পালটা উত্তর হিসেবে বিবেক জানিয়েছেন যে, "আমার যদি আপনাকে কিছু বলার থাকত, আমি আপনাকেই ট্যাগ করতাম । এই সময় এরকম ইনসেনসিটিভ খবর করা উচিত নয়, যেটা কারও সম্পর্কে খারাপ ধারণা করতে পারে ।" সোনাক্ষী নয়, বিবেক বরং সেই সংবাদমাধ্য়মকেই কটাক্ষ করে পোস্টটি করেছিলেন বলে জানিয়েছেন । দেখে নিন তাঁর পোস্ট..