ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ঐশ্বরিয়ার প্রাক্তন প্রেমিক জড়িয়ে ধরলেন অভিষেককে, দেখুন ভিডিয়ো - বলিউড

বিবেক ওবেরয় ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্কের কথা সর্বজনবিদিত। ঐশ্বরিয়ার বিয়ের আগে সম্পর্ক ছিল তাঁদের। সম্প্রতি একটি ইভেন্টে ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চনকে জড়িয়ে ধরলেন বিবেক। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।

Vivek Oberoi hugs Abhishek Bachchan
author img

By

Published : Sep 9, 2019, 6:34 PM IST

মুম্বই : ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর খুবই মনোকষ্টে ভুগেছিলেন বিবেক। বিভিন্ন মাধ্যমে তিনি প্রকাশ করেছিলেন তাঁর অবসাদের কথা। এমনকি অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়েটাও সেভাবে মেনে নিতে পারেননি বিবেক। তাই বিবেকের এই জেশ্চার বেশ সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।

মুম্বইয়ের একটি ইভেন্টে জমায়েত হয়েছিলেন বলিউডের অনেক স্টার। অমিতাভ বচ্চন, জিতেন্দ্র, প্রেম চোপড়া, মধুর ভাণ্ডারকরের সঙ্গে উপস্থিত ছিলেন বিবেক ওবেরয় ও অভিষেক বচ্চনও। তবে ঐশ্বরিয়া ছিলেন না সেখানে।

দেখে নিন ভিডিয়ো...

সমস্ত তিক্ততা ভুলে বিবেক ও অভিষেক এক অপরকে জড়িয়ে ধরলেন। অন্যদিকে অভিষেকও বিবেকের সঙ্গে সঙ্গে তাঁর বাবা সুরেশ ওবেরয় ও স্ত্রী প্রিয়াঙ্কাকে অভিবাদন জানালেন।

কয়েকমাস আগে ঐশ্বরিয়ার লাভ লাইফ ও বিয়ে সংক্রান্ত এই মিম শেয়ার করে বি-টাউনের রোষের মুখে পড়েছিলেন বিবেক। তারপর এটাই তাঁদের প্রথম মোলাকাৎ। ভিতরে যাই চলুক না কেন, উপরে উপরে তো বেশ ভালোই ব্যবহার করলেন বিবেক-অভিষেক।

বিবেকের শেয়ার করা সেই মিম

ABOUT THE AUTHOR

...view details