মুম্বই : গত কয়েকবছর ধরে আমরা বড় পরদায় একাধিক বায়োপিক দেখেছি । আর তার মধ্যে বেশিরভাগ বায়োপিক বা আত্মজীবনী তৈরি হয়েছে কোনও না কোনও বিখ্যাত খেলোয়াড়কে নিয়ে । মহেন্দ্র সিং ধোনি, মহম্মদ আজ়ারুদ্দিন, মিলখা সিং, মেরি কমের মতো স্পোর্টসপার্সনদের পর এবার পালা চেস মাস্টার বিশ্বনাথন আনন্দের ।
এই আন্তর্জাতিক মানের ভারতীয় দাবা খেলোয়াড়কে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক আনন্দ এল.রাই । এর আগে অনেকবার নিজের বায়োপিক তৈরির অফারকে প্রত্যাখ্যান করেছেন বিশ্বনাথন । তবে আনন্দের অফারকে ফেরাতে পারেননি তিনি ।