পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিরুষ্কার সন্তানের নামকরণ নিয়ে ঘুম উড়েছে নেটিজ়েনদের - netizens suggesting baby names for Virat Kohli

অনুরাগীদের কারও মতে বাবা ও মায়ের নামের সঙ্গে মিল রেখে সন্তানের নাম হওয়া উচিত, "অনুভি"। এর অর্থ অভিজ্ঞতা । কেউ আবার মেয়ের নাম রাখতে বলেছেন, "অনুভিরা"। কারও মতে "ভিনুষ্কা", তো কেউ আবার সন্তানের নাম "এ" দিয়ে না রাখার পরামর্শ দিয়েছেন ।

asd
sda

By

Published : Jan 12, 2021, 8:01 PM IST

মুম্বই : বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সন্তানের জন্মের কিছুক্ষণ পরই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ছবি । সেখানে মায়ের কোলে শুয়ে থাকতে দেখা গিয়েছে সদ্যোজাতকে । ছবিতে মায়ের মুখ স্পষ্ট না হলেও, মুখের গড়ন দেখে অনেকেই ভেবেছিলেন ইনি অনুষ্কা । আর তারপরই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি । পাশাপাশি সদ্যোজাতের নাম কী হবে তা নিয়েও ব্যস্ত হয়ে পড়েন অনুরাগীরা ।

গতকালই বিরাট ও অনুষ্কার ঘর আলো করে জন্ম নিয়েছে তাঁদের প্রথম সন্তান । আর সেই খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বিরাট নিজেই । যদিও সন্তানের কোনও ছবি শেয়ার করেননি । আসলে সন্তানকে সোশাল মিডিয়ার থেকে আপাতত দূরে রাখতে চান এই তারকা দম্পতি । কিন্তু, অনুরাগীদের কী আর তাতে মন ভরে !

বিরুষ্কার সন্তানের এক ঝলক দেখার জন্য গুগলে সার্চ করতে শুরু করেন সবাই । আর সেখানেই উঠে আসে সদ্যোজাতকে কোলে নিয়ে বসে থাকা এক মায়ের ছবি । যাঁর মুখের গড়ন ও গায়ের রঙের সঙ্গে অনুষ্কার অনেক মিল রয়েছে । আর তা দেখে অনুরাগীরা ভেবে নিয়েছিলেন এটাই বিরুষ্কার সন্তান । যদিও মুম্বইয়ের একটি সংবাদসংস্থার মাধ্যমে জানা গিয়েছে, ওই ছবি আসলে ‘ভুয়ো’। সেটি অনুষ্কা ও তাঁর সন্তান নয় । বরং সেটি অন্য কেউ । এতে বেশ কিছুটা আশাহত হন তাঁদের অনুরাগীরা । যাই হোক আপাতত সদ্যোজাতের নামকরণ নিয়ে ব্যস্ত রয়েছেন তাঁরা ।

অনুরাগীদের কারও মতে বাবা ও মায়ের নামের সঙ্গে মিল রেখে সন্তানের নাম হওয়া উচিত, "অনুভি"। এর অর্থ অভিজ্ঞতা । কেউ আবার মেয়ের নাম রাখতে বলেছেন, "অনুভিরা"। কারও মতে "ভিনুষ্কা", তো কেউ আবার সন্তানের নাম "এ" দিয়ে না রাখার পরামর্শ দিয়েছেন । এতে নাকি পরীক্ষার সময় বড় সমস্যায় পড়তে হয় !

তবে এরইমধ্যে শোনা যাচ্ছে তারকা দম্পতি নাকি মেয়ের নাম রাখতে পারেন "আনভি"। বাবা-মায়ের নাম নিয়েই হবে নামকরণ । যার অর্থ লক্ষ্মী । যদিও এই বিষয়ে কোহলি বা অনুষ্কার পরিবারের তরফে এখনও কিছু জানানো হয়নি ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details