পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অনুষ্কা-ভামিকাকে নারী দিবসের শুভেচ্ছা, হৃদয়স্পর্শী বার্তা বিরাটের - বিরাট কোহলির খবর

আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষ্যে বিরাট কোহলি তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ যদিও শুভেচ্ছা জানানোর পদ্ধতি ছিল অত্য়ন্ত হৃদয়স্পর্শী ও আবেগপূর্ণ ৷ বিরাট শেয়ার করেছেন অনুষ্কা ও তাঁদের একমাত্র সদ্যোজাত কন্যাসন্তান ভামিকার ছবি ৷

আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষ্যে বিরাটের পোস্ট
আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষ্যে বিরাটের পোস্ট

By

Published : Mar 8, 2021, 6:06 PM IST

মুম্বই : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সব কাজেই নতুনত্ব ৷ আর সেই কারণেই তিনি সর্বদা লাইমলাইটে ৷ এবারও আন্তর্জাতিক মহিলা দিবসে তিনি নজর কেড়েছেন সকলের ৷ তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে একটি মিষ্টি পোস্ট করেছেন ৷ অনুষ্কার কোলে তাঁদের একমাত্র সদ্যোজাত কন্যাসন্তান ভামিকার ছবি শেয়ার করেছেন তিনি সোশাল মিডিয়ায় ৷ মা-মেয়ে দুজনকেই নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ।

এরই সঙ্গে তিনি জানান, তাঁদের সদ্যোজাত শিশুটিকে দেখলেই তিনি এক অসাধারণ আনন্দ অনুভব করেন ৷ যা তাঁর শিঁড়দাড়ায় এক অন্য অনুভূতির শিহরণ জাগায় ৷ বিরাট জানিয়েছেন, ভামিকা তার মায়ের মতো হতে বেড়ে উঠছে ৷

বিরাট ও অনুষ্কা

সেই সঙ্গে তিনি আরও লেখেন, মহিলারা পুরুষদের তুলনায় অনেক বেশি শক্তিশালী ৷ কারণ তাঁদের অভ্য়ন্তরেই লুকিয়ে থাকে নতুন প্রাণের উৎস ৷ এইভাবেই বিরাট সকল নারীদের উদ্দেশ্যেই আন্তর্জাতিক মহিলা দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন ৷

আসলে বিরাটের হৃদয় সত্যিই বিরাট ৷ বিরাটের এই পোস্টই প্রমাণ করে দিয়েছে তিনি কতখানি সংবেদনশীল মনভাবের ৷ এরই সঙ্গে পরিচয় পাওয়া যাচ্ছে তাঁদের সুখী পারিবারিক জীবনের ৷

ABOUT THE AUTHOR

...view details