পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পাহাড়ি কুকুরকে জাপটে ধরে আদর বিরাট-অনুষ্কার - Anushka plays with street dog

ভূটানে ঘুরছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তাঁদের সোশাল মিডিয়া উপচে পড়ছে বেড়ানোর পোস্টে।

Anushka plays with street dog

By

Published : Nov 10, 2019, 3:19 PM IST

মুম্বই : অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি পশুপ্রেম সর্বজনবিদিত। পশুদের উপর হওয়া যে কোনও অন্যায়ের গলা তুলে প্রতিবাদ করেছেন তাঁরা। ভূটানে গিয়ে আরও একবার প্রমাণিত হল তাঁদের এই প্রেমের কথা।

অনুষ্কা একটি পোস্ট শেয়ার করেছেন ইনস্টাগ্রামে, যেখানে মিঞাঁ-বিবি দু'জনকেই দেখা যাচ্ছে পাহাড়ি কুকুরকে জাপটে ধরে বসে আছেন। মুখে এক অমলিন হাসি, যেখানে কৃত্তিমতার কোনও লেশমাত্র নেই। ক্যাপশনে অনুষ্কা দু'টো ইমোজি দিয়ে তাঁদের পশুপ্রেম বোঝানোর চেষ্টা করেছেন।

মুম্বইয়ের ওরলিতে একটি কুকুরকে পিটিয়ে মেরে ফেলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন অনুষ্কা। বৃষ্টি থেকে বাঁচতে সেই কুকুর একটু আশ্রয় নিতে গেছিল বাড়ির নিচে, এই অপরাধে এক যুবক তাকে পিটিয়ে মেরে ফেলে।

অনুষ্কা সেই কুকুরের ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায়। লেখেন "এতটা অমানবিক কিছু পারে? বিশ্বাস হচ্ছে না।" এছাড়াও অনুষ্কা বিভিন্ন সময়ে তাঁর পোষ্যদের সঙ্গে ছবি শেয়ার করেন।

ABOUT THE AUTHOR

...view details