মুম্বই : অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি পশুপ্রেম সর্বজনবিদিত। পশুদের উপর হওয়া যে কোনও অন্যায়ের গলা তুলে প্রতিবাদ করেছেন তাঁরা। ভূটানে গিয়ে আরও একবার প্রমাণিত হল তাঁদের এই প্রেমের কথা।
অনুষ্কা একটি পোস্ট শেয়ার করেছেন ইনস্টাগ্রামে, যেখানে মিঞাঁ-বিবি দু'জনকেই দেখা যাচ্ছে পাহাড়ি কুকুরকে জাপটে ধরে বসে আছেন। মুখে এক অমলিন হাসি, যেখানে কৃত্তিমতার কোনও লেশমাত্র নেই। ক্যাপশনে অনুষ্কা দু'টো ইমোজি দিয়ে তাঁদের পশুপ্রেম বোঝানোর চেষ্টা করেছেন।