মুম্বই : হিরোসুলভ আচরণ নয়, বরং একেবারে পাশের বাড়ির ছেলেটির মতো হাবভাব বিক্রান্তের । শূন্য থেকে শুরু করে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন বিক্রান্ত । আজ তাই একাধিক ইন্টারেস্টিং প্রজেক্ট আসছে তাঁর হাতে । আর OTT-র সুবাদে তাঁর মতো অভিনেতাদের কাজের অভাব নেই ।
2020 সালের মালায়লম ছবি 'ফরেন্সিক'-এর হিন্দি রিমেকে অভিনয় করবেন বিক্রান্ত । আসল ছবিতে টোভিনো থমাস মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ।
বিক্রান্ত বললেন, "আমি যখন 'ফরেন্সিক' দেখি, সঙ্গে সঙ্গে ভালো লেগে যায় । একটা বুদ্ধিদীপ্ত ছবি, যেটা আমায় পুরো সময়টা স্ক্রিনের সামনে আটকে রেখেছিল । একই সঙ্গে ছবিটি খুব এন্টারটেনিং ।"
ছবির প্রযোজক মানসী বাগলা বলেন, "হিন্দি ছবিতে সাধারণত পুলিশের পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা বলা হয় । তবে ফরেন্সিক অফিসারের ভূমিকা সেভাবে তুলে ধরা হয় না । কোনও ক্রাইমের মীমাংসা করতে ফরেন্সিক এক্সপার্টেরও অনেক বড় ভূমিকা থাকে । এমন চরিত্রের জন্য বিক্রান্ত পারফেক্ট ফিট । ওঁকে পেয়ে আমরা খুব খুশি ।"
তবে কবে এই ছবির শুটিং শুরু হবে সেই নিয়ে কিছু জানা যায়নি ।