মুম্বই : বিক্রান্ত মাসের সময়টা বেশ ভালো যাচ্ছে । ডিজিটাল প্ল্যাটফর্মের দৌলতে এই লকডাউনের মধ্যেও অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে তাঁর । এছাড়া OTT-র কনটেন্ট ভিত্তিক প্রজেক্টে কোনও স্টারডম ছাড়া অভিনয়কেই প্রাধান্য দেওয়া হয় । সেদিক থেকেও বিক্রান্ত দারুণ চয়েজ় । 'কার্গো', 'ডলি কিটি..' বা 'গিনি ওয়েডস সানি'-র মতো ছবিতে তাই মানানসই চরিত্রে দেখা গেছে অভিনেতাকে । যে ইন্ডাস্ট্রি থেকে এত কিছু পেয়েছেন, সেই ইন্ডাস্ট্রি নিয়ে কোনও অভিযোগ নেই তাঁর ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিক্রান্ত বলেন, "আমি পরিশ্রম আর যোগ্যতায় বিশ্বাস করি । আমি সাত বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছি, কোনও অভিযোগ নেই আমার । টেলিভিশন থেকে শুরু করেছি, হিরোর বন্ধুর চরিত্রে অভিনয় করতাম । সেখান থেকে এখন লিড চরিত্রে অভিনয় করছি । ডাবিংয়ের ক্ষেত্রেও মুখ্য চরিত্রের সুযোগ পাচ্ছি । আমার মনে হয় আমি সব পেয়ে গেছি ।"