মুম্বই : হিরোসুলভ চেহারা নয়, নেই কোনও গডফাদার, স্টারডম-গ্ল্যামারের চাকচিক্য নেই । শুধু অভিনয়ের জোরে আজ বলিউডের অন্যতম বিশ্বাসযোগ্য অভিনেতা বিক্রান্ত মাসে । এবার তাঁর ঝুলিতে এবার নতুন ছবি । 2017 সালের তামিল থ্রিলার 'মানাগরম'-এর হিন্দি রিমেকে দেখা যাবে তাঁকে ।
IANS-কে অভিনেতা বললেন, "আজকের দিনে দাঁড়িয়ে একজন অভিনেতার কাজ হয় দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা, যাতে দর্শকের সময় ও টাকা কোনওটাই নষ্ট না হয় । স্ক্রিন সাইজ়ের উপর নির্ভর করে না সেটা । আমার কাজ শুধু ভালো কিছু ডেলিভারি করা ।"