পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সাত নয়, চোদ্দ পাকে বাঁধা পড়বেন বিক্রান্ত-কৃতি - কৃতি খরবন্দার খবর

সাত পাকে নয়, চোদ্দ পাকে বাঁধা পড়বেন বিক্রান্ত মাসে আর কৃতি খরবন্দা । তবে রিয়েল লাইফের নয়, রিল লাইফে । তাঁদের আসন্ন ছবির নাম 'চোদ্দ ফেরে' ।

Vikrant massey and kriti kharbanda comedy
Vikrant massey and kriti kharbanda comedy

By

Published : Aug 14, 2020, 12:18 PM IST

মুম্বই : বলিউডে নতুন জুটি বিক্রান্ত মাসে আর কৃতি খরবন্দা । তাঁদের আসন্ন ছবি 'চোদ্দ ফেরে' সিনেমা হলে মুক্তি পাবে 2021 সালের 9 জুলাই । সমকালীন সময়ের এই সোশাল কমেডি পরিচালনার দায়িত্বে দেবাংশু সিং ।

IANS-কে বিক্রান্ত মাসে বললেন, "স্ক্রিপ্টটা আমার মন ছুঁয়ে গেছে । ছবিটার পিছনে যে ভাবনাটা রয়েছে, ব্যক্তিগতভাবে আমি সেটাকে সমর্থন করি । এই ছবিতে হ্যাঁ না করলে খুব বোকা বোকা হত ব্যাপারটা । কৃতির সঙ্গেও কাজ করার জন্য মুখিয়ে আছি ।"

একই ভাবে উচ্ছ্বসিত কৃতি । তিনি বললেন, "স্ক্রিপ্টটা পড়েই আমি উচ্ছ্বসিত হয়ে যাই । অদিতির চরিত্রটা খুব ভালো লেগেছে আমার । মাঝে মাঝে মনে হচ্ছে যে, আমি এর মধ্যেই অদিতি হয়ে উঠেছি । আর বিক্রান্তের সঙ্গে কাজ করব ভেবেই ভালো লাগছে । ও একজন দারুণ অভিনেতা ।"

পরিবারের সঙ্গে বসে দেখার মতো ছবি 'চোদ্দ ফেরে' । খুব তাড়াতাড়ি শুরু হবে ছবির শুটিং । মুক্তি 2021 সালের 9 জুলাই ।

ABOUT THE AUTHOR

...view details