মুম্বই : বলিউডে নতুন জুটি বিক্রান্ত মাসে আর কৃতি খরবন্দা । তাঁদের আসন্ন ছবি 'চোদ্দ ফেরে' সিনেমা হলে মুক্তি পাবে 2021 সালের 9 জুলাই । সমকালীন সময়ের এই সোশাল কমেডি পরিচালনার দায়িত্বে দেবাংশু সিং ।
IANS-কে বিক্রান্ত মাসে বললেন, "স্ক্রিপ্টটা আমার মন ছুঁয়ে গেছে । ছবিটার পিছনে যে ভাবনাটা রয়েছে, ব্যক্তিগতভাবে আমি সেটাকে সমর্থন করি । এই ছবিতে হ্যাঁ না করলে খুব বোকা বোকা হত ব্যাপারটা । কৃতির সঙ্গেও কাজ করার জন্য মুখিয়ে আছি ।"