মুম্বই : ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি পৌঁছে দিতে বিশেষ বাসের ব্যবস্থা করেছেন সোনু সুদ । তাঁর এই উদ্য়োগে ধন্য ধন্য করছে দেশবাসী । বহু অসহায় শ্রমিক তাঁদের বাড়ি পৌঁছেছেন সোনুর সহায়তায় । অভিনেতার এই প্রয়াসে মুগ্ধ সেলেব্রিটি শেফ নিউ ইয়র্ক নিবাসী বিকাশ খান্না ।
তাই তিনি একটি বিশেষ উপহার দিলেন সোনুকে । শেফ বানালেন একটি নতুন ডিশ । নামকরণ করলেন সোনুর জন্মস্থান 'মোগা'-র নামে । খবরটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন বিকাশ ।