মুম্বই : আগামী ৪ জুন মুক্তি পাবে হৃত্বিক রোশন অভিনীত 'সুপার থার্টি'-র ট্রেলার। তার আগেই সামনে এসেছে একটি পোস্টার। তাতেই পরিচালক হিসেবে স্বীকৃতি পেয়েছেন বিকাশ।
হৃত্বিক রোশনের শেয়ার করা পোস্টারটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। বিকাশকে পরিচালক হিসেবে স্বীকৃতি দেওয়া নিয়েও বেশ হইচই পড়ে গিয়েছে।
গত শনিবার হেনস্থার অভিযোগ থেকে ক্লিনচিট পান বিকাশ। রিলায়েন্স এন্টারটেইনমেন্টর তরফে করা আভ্যন্তরীন তদন্তে বিকাশকে নির্দোষ বলে রিপোর্ট দিয়েছে। ফ্যান্টোমের শেয়ার রিলায়েন্স কিনে নেওয়ার পর বিকাশ বহলের বিষয় তাঁরাই একটি আভ্যন্তরীন তদন্ত শুরু করেন। সেই তদন্তেই বিকাশকে ক্লিনচিট দেওয়া হয়।
এর আগে অভিযোগের জেরে ছবির কাজ থেকে সরে যেতে হয় বিকাশকে। এমনকী ছবির ক্রেডিটও তাঁকে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
অন্যদিকে বিকাশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন কঙ্গনাও। সেই বিষয় কিন্তু, এখনও কোনও সুরহা হয়নি। এই অভিযোগের জেরে বিকাশকে রণবীরের '৮৩' থেকেও সরানো হয়েছে।
বিকাশের বিরুদ্ধে ফ্যান্টমের এক মহিলা কর্মী অভিযোগ আনেন যে ২০১৫ সালে বিকাশ তাঁকে হেনস্থা করেন। ২০১৭ সালে এই ঘটনা সামনে আসে। এরপরই ফ্যান্টম থেকে বিকাশের সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়। এদিকে ২০১৮ সালে প্রযোজনা সংস্থাটি বন্ধ হয়ে যায়। তার ৫০ শতাংশ শেয়ার কিনে নেয় রিলায়েন্স। ফলে তারাই বিকাশের বিরুদ্ধে এই তদন্ত করে।