মুম্বই : ক্লিনচিট পেলেন বিকাশ বহল। রিলায়েন্স এন্টারটেইনমেন্টর তরফে করা আভ্যন্তরীন তদন্তে বিকাশকে নির্দোষ বলে রিপোর্ট দিয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফ্যান্টোমের শেয়ার রিলায়েন্স কিনে নেওয়ার পর বিকাশ বহলের বিষয় তাঁরাই একটি আভ্যন্তরীন তদন্ত শুরু করেন। সেই তদন্তেই বিকাশকে ক্লিনচিট দেওয়া হয়েছে বলে খবর।
যদিও ক্লিনচিট দেওয়ার পর হৃত্বিক অভিনীত 'সুপার থার্টি'-তে ক্রেডিট পেতে পারেন বিকাশ। রিলায়েন্সের তরফে এমনটাই জানানো হয়েছে। আগামী সপ্তাহে মুক্তি পাবে ছবির ট্রেলার।
এর আগে অভিযোগের জেরে ছবির কাজ থেকে সরে যেতে হয় বিকাশকে। এমনকী ছবির ক্রেডিটও তাঁকে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
অন্যদিকে বিকাশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন কঙ্গনাও। সেই বিষয় কিন্তু, এখনও কোনও সুরহা হয়নি। এই অভিযোগের জেরে বিকাশকে রণবীরের '৮৩' থেকেও সরানো হয়েছে।