মুম্বই : 'কমান্ডো 3' ছবিতে আদা শর্মার সঙ্গে কাজ করেছিলেন বিদ্যুৎ জামাল । ছবিতে তাঁদের কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো । তারপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে কানাঘুষো একাধিক কথা শোনা যেতে শুরু করে বলিউডের অন্দরে । আর এবার এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যেই মন্তব্য করলেন বিদ্যুৎ ।
বলিউডের বাকি তারকাদের মতো সোশাল মিডিয়ায় ফ্যানদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎও । সেখানে তাঁকে যে কোনও প্রশ্ন করতে পারেন ফ্যানরা । আর সেই সব প্রশ্নের উত্তরও দেন অভিনেতা । সম্প্রতি এক ফ্যান বিদ্যুৎকে জিজ্ঞাসা করেন "আপনি ও আদা শর্মা কি শুধুই বন্ধু ?" এর উত্তরে বিদ্যুৎ বলেন, "শুধু বন্ধু ? একেবারেই নয়...আমরা উৎসাহী, খোলা মনের, সুখি, নম্র, ফোকাসড এবং ভালো বন্ধু !"
কাজের দিক থেকে বরাবরই বিভিন্ন অ্যাকশন ছবিতে দেখা গিয়েছে বিদ্যুৎ জামালকে । 'কমান্ডো' ও 'ফোর্স'-এর মতো অ্যাকশন ছবিতে কাজ করেছেন তিনি । কিন্তু, এবার একেবারে নতুন ধরনের ছবিতে দেখা যাবে তাঁকে । হার্ডকোর রোম্যান্টিক ছবিতে কাজ করতে চলেছেন তিনি ।