পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিদ্যুৎ জামালের সঙ্গে বলিউডে ডেবিউ রুক্মিনীর - Rukmini Maitra on emotional action thriller

আজই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার । ইনস্টাগ্রামে সেই পোস্টার শেয়ার করেন বিদ্যুৎ ।

asd
asd

By

Published : Jan 25, 2021, 1:58 PM IST

মুম্বই : বলিউডে ডেবিউ করতে চলেছেন রুক্মিনী মৈত্র । আপকামিং ছবি 'সনক'-এ বিদ্যুৎ জামালের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এটি একটি অ্যাকশন থ্রিলার । পরিচালনা করবেন কনিষ্ক ভর্মা ।

ছবিতে নাকি একেবারে অন্য লুকে দেখা যাবে বিদ্যুতকে । জ়ি স্টুডিয়োর সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন বিপুল অম্রুতলাল শাহ । এই নিয়ে পঞ্চমবার বিপুলের সঙ্গে কাজ করতে চলেছেন বিদ্যুৎ । এর আগে 'কমান্ডো' ফ্যাঞ্চাইজ়ি ও 'ফোর্স' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা ।

আর এই ছবির মাধ্যমে প্রথমবার হিন্দিতে কাজ করবেন রুক্মিনী । সূত্রের খবর, এই ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন নির্মাতারা । সব ফিল্ম ইন্ডাস্ট্রিতেই অভিনেত্রীর খোঁজ করা হয়েছিল । তখনই বাংলা চলচ্চিত্র জগৎ থেকে রুক্মিনীকে এই চরিত্রের জন্য বেছে নেন তাঁরা ।

প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার । সেখানে রক্ত মাখা একটি বিছানা । তার উপর রাখা বন্দুক । আর বিছানার ঠিক পাশেই ঝুলছে রক্ত দেওয়ার একটি বোতল ।

সব ঠিক থাকলে চলতি বছরই শুরু হবে 'সনক'-এর শুটিং । তবে এই ছবির শুটিং শুরুর আগে 'হনুমান'-এর শুটিং শেষ করবেন বিপুল । এই ছবির মাধ্যমে ডিজিটাল ডেবিউ করছেন তিনি । সেখানে শেফালি শাহের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কীর্তি কুলহারি । এছাড়া 'খুদা হাফিজ়'-এর সিকুয়েলের শুটিং নিয়ে এখন ব্যস্ত রয়েছেন বিদ্যুৎ ।

ABOUT THE AUTHOR

...view details