মুম্বই : ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অভিনেত্রী বিদ্যা বালনের কাছে খুবই স্পেশাল । কারণ, 'পা' ছবির জন্য প্রথমবার ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন তিনি । আর সেখানেই প্রথমবার সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে পরিচয় হয় তাঁর ।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিদ্যা বলেন, "অমিতাভ বচ্চন ও অভিষেকের সঙ্গে 'পা' ছবিতে অভিনয় করেছিলাম । ওই সিনেমার জন্য প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলাম । এতটাই আনন্দ হয়েছিল যে কোনও কথাই বলতে পারছিলাম না । অ্যাওয়ার্ড নেওয়ার পর স্টেজে ছোটো বক্তব্য রাখি । এরপর স্টেজ থেকে নেমে যে মানুষের সঙ্গে আমার পরিচয় হয় তিনি আমার স্বামী । সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে আমার তখন পরিচয় হয় । কিন্তু, তখন জানতাম না যে কয়েক বছর পর আমার সঙ্গে তার বিয়ে হবে । তাই ফিল্মফেয়ার আমার কাছে এতটা স্পেশাল ।"