মুম্বই : আসতে চলেছে 'ভুল ভুলাইয়া 2' । এ কথা এতদিনে সবাই জেনে গেছে । তবে নতুন খবর এই যে, ছবির সেই বিখ্যাত গান 'আমি যে তোমার'-কে রিক্রিয়েট করা হচ্ছে সিকুয়েলে এবং সেখানে বিদ্যার পরিবর্তে দেখা যাবে তাব্বুকে । এর সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে এই খবর ।
এই আইকনিক ডান্স নাম্বারে পারফর্ম করতে পেরে তাব্বু খুবই এক্সাইটেড বলে শোনা যাচ্ছে । এটাও শোনা যাচ্ছে যে, 'আমি যে তোমার'-এর সঙ্গে 'হরে রাম হরে রাম' গানটিও নতুন করে তৈরি করা হবে সিকুয়েলের জন্য ।
প্রিয়দর্শন পরিচালিত 'ভুলভুলাইয়া' ছবিটি 2007 সালে একটা ব্লকবাস্টার ছিল । মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান ও অক্ষয় কুমার । তবে তাঁরা একে অপরের বিপরীতে ছিলেন না । মনরোগ বিশেষজ্ঞ অক্ষয় আর মানসিক রোগী বিদ্য়ার যুগলবন্দী ছিল মনে রাখার মতো । একটা জটিল গল্পকে হাসির মোড়কে কীভাবে উপস্থাপনা করতে হয়, সেটা প্রিয়দর্শনের থেকে শিখতে হয় ।
'ভুল ভুলাইয়া 2'-তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবানী । জুটি হিসেবে তাঁদের যেমনই লাগুক না কেন, অক্ষয় আর বিদ্যার পরিবর্তে দর্শক প্রথমে তাঁদের গ্রহণ করেননি । ছবিকে বয়কট করার হিড়িক উঠেছিল সোশাল মিডিয়ায় ।
আর হবে না-ই বা কেন ? অক্ষয় আর বিদ্যা নিজেদের অভিনয়ের জাত চিনিয়ে দিয়েছিলেন এই ছবিতে । স্ক্রিপ্ট, সংলাপ, অভিনয়, পরিচালনা সবদিক থেকেই একটা কাল্ট ফিল্ম ছিল 'ভুল ভুলাইয়া' । তবে ছবিটি দক্ষিণী ফিল্মের রিমেক ছিল ।