মুম্বই : সোশাল মিডিয়ায় প্রকাশ পেল 'শকুন্তলা দেবী'-তে অভিনেত্রী বিদ্যা বালানের ফার্স্ট লুক । ছবিতে "হিউম্যান কম্পিউটার" ও অঙ্কের জিনিয়াস শকুন্তলা দেবীর চরিত্রে অভিনয় করছেন বিদ্যা ।
বিদ্যা সোশাল মিডিয়ায় নিজের ফার্স্ট লুক শেয়ার করেছেন । ফ্লোরাল পাড়ের লাল শাড়ি পরে পোস্টারে দেখা যায় অভিনেত্রীকে । ছোটো করে কাটা চুল ও কপালে একটা টিপ ।
ছবির ক্যাপশনে লেখেন, "প্রতিদিন উত্তেজনা বাড়ছে ! অঙ্কের এই জিনিয়াস শকুন্তলা দেবীর শিকড় পর্যন্ত খোঁড়ার সময় হয়ে গেছে । ফিল্মিং শুরু হল ।"
একটি মোশন পোস্টারও শেয়ার করেছেন অভিনেত্রী । ক্যাপশনে লেখেন, "তিনি অসাধারণ ছিলেন, চাইল্ড প্রডিগি ও হিউম্যান কম্পিউটার শকুন্তলা দেবীর গল্পটি জানুন ।"
ছবিটির পরিচালনা করছেন অনু মেনন । প্রযোজনা করছেন বিক্রম মলহোত্রা- লেড অবুনডনশিয়া এন্টারটেনমেন্ট ।
পাঁচ বছর বয়সে শকুন্তলার প্রতিভা প্রথম ধরা পড়ে । তিনি ওই বয়সে 18 বছরের ছাত্রছাত্রীদের অঙ্কের সমাধান করে দিতে পারতেন । যদিও তিনি কখনও কোনও আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি । নম্বরের উপর তাঁর প্রতিভার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের 1982-র সংস্করণে নিজের জায়গা বানিয়ে ফেলেছিলেন ।
অঙ্কের প্রতি ভালোবাসা ছাড়াও তিনি একজন অ্যাস্ট্রোলজার, কুকবুক অথার ও একজন নভেলিস্ট ছিলেন । তিনি কলেজ, থিয়েটার, রেডিয়ো ও টেলিভিশনে অঙ্কের উপর তাঁর প্রতিভা দেখানোর জন্য যেতেন । তিনি 'দা ওয়ার্ল্ড অফ হোমোসেক্সুয়ালস্' বইটিও লিখেছেন ।
নয়নিকা মাহতানির সঙ্গে ছবির গল্প লিখেছেন মেনন । ছবির সংলাপ লিখেছেন ঈশিতা মৈত্র । ছবিটি 2020-তে মুক্তি পাবে ।