পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অস্কারের জন্য মনোনীত বিদ্যার 'নটখট' - বিদ্যা বালন

অস্কারের জন্য মনোনীত হয়েছে বিদ্যা বালন অভিনীত শর্ট ফিল্ম 'নটখট'। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে একথা জানিয়েছেন বিদ্যা নিজেই ।

asdd
asd

By

Published : Nov 8, 2020, 3:49 PM IST

মুম্বই : ইতিমধ্যেই শর্টস টিভির বেস্ট অফ ইন্ডিয়া শর্ট ফিল্ম ফেস্টিভালে সেরার পুরস্কার জিতে নিয়েছে বিদ্যা বালন অভিনীত 'নটখট'। আর এর মাধ্যমেই সরাসরি অস্কারের জন্য মনোনীত হয়েছে ছবিটি । এবার অস্কার বাড়িতে নিয়ে আসতে পারবেন বলে আশাবাদী বিদ্যা ও রনি স্কুওয়ালা ।

'নটখট'-এ একজন গ্রাম্য মহিলার চরিত্রে দেখা গিয়েছে বিদ্যাকে । এক মা ও তার সন্তানের গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে । শর্ট ফিল্ম ফেস্টিভালে পুরস্কার জেতা প্রসঙ্গে বিদ্যা বলেন, "এই বছরটা খুবই খারাপ । তার মধ্যে এই পুরস্কার জিতে খুবই ভালো লাগছে । এই পুরস্কারের মাধ্যমে আমরা সরাসরি অস্কারের জন্য মনোনীত হয়েছি । এই ছবি আমার খুবই কাছের । আর এর মাধ্যমে অভিনেতা ও প্রযোজক দুটো চরিত্রেই দেখা গিয়েছে আমাকে ।"

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এই পুরস্কারের কথা জানিয়েছেন বিদ্যা ।

পুরুষতান্ত্রিক সমাজকে তুলে ধরা হয়েছে এই ছবির মাধ্যমে । আর সেখানে একজন সাধারণ গৃহবধূ বিদ্যা । রনি স্ক্রুওয়ালার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন তিনি । ছবিটি পুরস্কার জেতায় খুশি রনিও । তিনি বলেন, "ফেস্টিভালে পুরস্কার জিতে আমাদের খুবই ভালো লাগছে । আর এর মাধ্যমে 2021-এর অস্কারে মনোনীত হয়েছি । আমি আর বিদ্যা আশাকরি বাড়িতে অস্কার নিয়ে আসতে পারব ।"

ABOUT THE AUTHOR

...view details