মুম্বই : অঙ্কে কোনও নিয়ম নেই, শুধু ম্যাজিক রয়েছে...এমনটাই বলেছিলেন ম্যাথম্যাজিশিয়ান শকুন্তলা দেবী । তাঁর সমস্ত ট্রিক বা কৌশল স্থান পেয়েছে তাঁর লেখা একাধিক পাজ়লের বইতে । এবার সেই মহিয়সীর চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালান । ছবির নাম 'শকুন্তলা দেবী' । মুক্তি পেল ছবির নতুন গান ।
গানের নাম 'তু পাস নহিঁ তো ফেল নহিঁ' । শুনেই বোঝা যাচ্ছে যে, পড়াশোনা, পরীক্ষা এবং বিশেষত অঙ্ক নিয়ে ছাত্রছাত্রীদের ভয় কাটাবে এই গান । স্কুলটা যে কোনও জেল নয়, অঙ্ক যে কোনও ভূত নয়, গানের সুরে সুরে সেই বার্তাই দেওয়া হয়েছে এই গানে ।