পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রিয়া কি প্রমাণিত দোষী ? মন্তব্য করে ট্রোলড বিদ্যা - সুশান্তকে নিয়ে বিদ্যা বালান

সুপ্রিম কোর্ট কোনও রায় দেওয়ার আগে রিয়া চক্রবর্তীকে দোষী বলে সাব্য়স্ত করা ঠিক নয়, সোশাল মিডিয়ায় বলেছিলেন বিদ্যা বালান । তাপসী পান্নু, স্বরা ভাস্কর, হিনা খানের মতো একাধিক তারকাদের সঙ্গে একসুরে কথা বলেছিলেন বিদ্য়াও । তবে তাঁর এই বক্তব্য খুব একটা ভালো চোখে দেখলেন না নেটিজেনরা । ট্রোলড হলেন অভিনেত্রী ।

Vidya Balan on sushant singh rajput death
Vidya Balan on sushant singh rajput death

By

Published : Sep 2, 2020, 3:45 PM IST

মুম্বই : সোশাল মিডিয়া খুললেই দেখা যাবে চারিদিকে #ArrestRhea-র দাবিতে সোচ্চার নেটিজেনরা । একটু খুঁজলে চোখে পড়বে #RheaTheLiar -এর হ্যাশট্যাগও । তবে রিয়া কি দোষী সাব্যস্ত হয়ে গেছেন ? ভারতীয় সংবিধান অনুযায়ী, কেউ যতক্ষণ না দোষী হিসেবে প্রমাণিত হচ্ছেন, ততক্ষণ তাকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে । সেটি মনে করিয়ে দিয়েছিলেন বিদ্যা বালান । তবে হিতে হল বিপরীত ।

ট্রোলড হয়ে গেলেন বিদ্যা । নেটিজেনরা মেনে নিতে পারলেন না তাঁর এই বক্তব্য । একের পর এক বিরুদ্ধ পোস্টে ছেয়ে গেল সোশাল মিডিয়া ।

বিদ্যা এটাও বলেন যে, "সুশান্তের যন্ত্রণাদায়ক মৃত্যু যেন একটা মিডিয়া সার্কাসে পরিণত হয়েছে ।" অভিনেত্রীর এই মন্তব্যটি নিয়েও সমস্যা তৈরি হয়েছেন নেটিজেনদের । বিদ্যা নাকি সুশান্ত অনুরাগীদের 80 দিনের এই লড়াইকে "বোকামি" বলে হালকা করে দিয়ে চাইছেন, দাবি একাধিক সোশাল মিডিয়া ইউজ়ারদের ।

দেখে নেওয়া যাক কয়েকটি পোস্ট...

সৌজন্যে সোশাল মিডিয়া
সৌজন্যে সোশাল মিডিয়া
সৌজন্যে সোশাল মিডিয়া

সুশান্ত মামলার কিনারা করতে CBI, ED, NCB-র মতো তিনটি সর্বভারতীয় সর্বোচ্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা উঠে পড়ে লেগেছে । তাদের তদন্তের উপর একটু আস্থা রাখতে বলেছিলেন বিদ্যা । খুব কি ভুল কিছু বলেছিলেন অভিনেত্রী ? কিছু মানুষ আবার অভিনেত্রীর পক্ষেও সওয়াল করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details