মুম্বই : পরদায় বিদ্যা বালানকে দেখা সবসময় একটা ভিশুয়াল ট্রিট । বড় পরদা হোক বা ছোটো পরদা, অদ্ভুত এক লালিত্যে সবাইকে মাতিয়ে রাখেন বিদ্যা । এবার তাঁর ডিজিটাল ডেবিউ হতে চলেছে 'অ্যামাজ়ন প্রাইম'-এর হাত ধরে, 'শকুন্তলা দেবী'-র মাধ্যমে ।
31 জুলাই মুক্তি পাবে 'শকুন্তলা দেবী' । আর তার আগে আগামীকাল অর্থাৎ 15 জুলাই আসবে ছবির ট্রেলার । বিদ্যা নিজেই একটি ভিডিয়ো শেয়ার করে এই খবর জানালেন সোশাল মিডিয়ায় ।
"আমি শকুন্তলা । আমার বেস্ট ফ্রেন্ড অঙ্কের সঙ্গে তোমরা পরিচয় করতে চাও ?" বিদ্যার ভয়েজ় ওভারে এমনই এক টিজ়ার দেখা গেল তাঁর ইনস্টাগ্রামে । আর তারপরেই লেখা ভেসে এল, "রিয়েল থেকে রিলে এবার এই জিনিয়াস, ট্রেলার মুক্তি পাবে আগামীকাল ।"
দেখে নিন বিদ্যার পোস্ট...
বিদ্যা বালানের শেষ অভিনীত ছবি 'মিশন মঙ্গল' 200 কোটি টাকার বেশি ব্যবসা করেছিল বক্স অফিসে । তবে সেই ছবির অন্যতম কাণ্ডারি ছিলেন অক্ষয় কুমার । 'শকুন্তলা দেবী'-তে বিদ্যাই ছবির হিরো । দেখার অপেক্ষায় ফ্যানেরা ।