মুম্বই : শকুন্তলা দেবী ছিলেন 'মানব কম্পিউটার'। তাঁকে নিয়ে ছবি তৈরি করছেন অনু মেনন । মুখ্য চরিত্রে রয়েছেন বিদ্যা বালন । প্রথমে সিনেমা হলেই মুক্তি পাওয়ার কথা ছিল ঠিবিট । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে হল কবে খুলবে তা এখন অনিশ্চিত । সেই কারণেই ছবিটি ডিজিটালে রিলিজ় করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা । সামনে এল এই ছবির মুক্তির দিন । 31 জুলাই অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে ছবিটি ।
মুক্তির তারিখ ঘোষণা করার জন্য টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন বিদ্যা । যেখানে তিনি দর্শকদের কিছুটা দ্বিধায় ফেলার চেষ্টা করেছেন কঠিন কঠিন অঙ্কের সমাধান করতে বলে । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "এক অসাধারাণ মস্তিষ্কের অনন্য গল্প!"