মুম্বই : 'মানব কম্পিউটার' শকুন্তলা দেবীকে নিয়ে ছবি তৈরি করছেন অনু মেনন। 1982 সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল তাঁর। লিখেছেন অসংখ্য বই। তাঁর লেখা 'দ্য ওয়ার্ল্ড অফ হোমোসেক্সুয়ালস' বইটিকে ভারতের সর্বপ্রথম হোমোসেক্সুয়ালিটি সম্পর্কিত বই হিসেবে গণ্য করা হয়।
এরকম একজন প্রতিভাবান মহিলার চরিত্রে অভিনয় করছেন আরও এক প্রতিভাবান অভিনেত্রী বিদ্য়া বালান। সব মিলিয়ে ছবিটি নিয়ে দর্শকের প্রত্যাশা তুঙ্গে। আজ মুক্তি পেল ছবিটির টিজ়ার।