মুম্বই : 'মানব কম্পিউটার' হিসেবে পরিচিত ছিলেন শকুন্তলাদেবী ৷ আর এবার তাঁর জীবনীই তুলে ধরা হবে স্ক্রিনে ৷ সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে বিদ্যা বালনকে ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে 'শকুন্তলা দেবী'-র ট্রেলার ৷ সেখানে তুখোর গণিতজ্ঞের চরিত্রে দেখা গিয়েছে বিদ্যাকে ৷ এই চরিত্রর জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করলেন তা নিজেই জানিয়েছেন অভিনেত্রী ৷
চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে ছেলেবেলায় ফিরে গিয়েছিলেন বিদ্যা ৷ আসলে ছোটো থেকেই অঙ্ক খুবই ভালো লাগত তাঁর ৷ অঙ্কের বিভিন্ন কঠিন থিওরি মনে রাখার জন্য একাধিক মজার কৌশল বাতলাতেন তিনি ৷ এ প্রসঙ্গে বিদ্যা বলেন, "আমার মনে আছে মা আমাদের নামতা মুখস্থ করাত গান গেয়ে ৷ তাই 'শকুন্তলা দেবী'-র সেটে গিয়ে পুরোনো কৌশলই কাজে লাগিয়েছিলাম ৷ ভাবিনি যে সেই পুরোনো মজাগুলো এখন এতটা কাজে লাগবে ৷ আর সেগুলোই আমাকে ছবির জন্য প্রস্তুত করে তুলেছিল ৷"