মুম্বই : বলিউডে আসার আগে দক্ষিণী ছবি করেছেন বিদ্যা। সেই সময়ে তাঁকে মুখোমুখি হতে হয়েছিল কিছু প্রতিকূল পরিস্থিতির। একটি ওয়েব পোর্টালে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বিদ্য়া।
চেন্নাইতে থাকার সময়ে এক পরিচালকের সঙ্গে মিটিং ফিক্স হয় বিদ্যার। বিদ্যা দেখা করতে চেয়েছিলেন একটি কফি শপে। তবে পরিচালক জোর করে বলেন যে, তিনি বিদ্যার সঙ্গে একান্তে কথা বলতে চান ও তাঁদের একটি হোটেলে দেখা করার প্রয়োজন।