মুম্বই : ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য PPE কিট একটি অত্যাবশকীয় সামগ্রী । এই কিট ছাড়া কোরোনা আক্রান্তের কাছে গেলে সংক্রামিত হওয়ার সুযোগ থাকে । তাই সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে PPE কিট দান করলেন বিদ্যা বালান ।
সেলেব্রিটি শাউট আউট প্ল্যাটফর্ম ট্রিং-এর সঙ্গে হাত মিলিয়ে সোশাল মিডিয়ায় ক্যাম্পেনও শুরু করলেন বিদ্যা । এই প্ল্যাটফর্মের মাধ্যমে কেউ কোনও অনুদান দিলেই তাঁর কাছে পৌঁছে যাবে একটি ভিডিয়ো । সেই ভিডিয়োয় বিদ্য়া ব্যক্তিগতভাবে ধন্য়বাদ জানাবেন অনুদানকারীকে ।