পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

স্বাস্থ্যকর্মীদের এক হাজার PPE কিট দিলেন বিদ্যা, শুরু করলেন ক্যাম্পেন - বিদ্যা বালানের খবর

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ালেন বিদ্য়া বালান । তুলে দিলেন এক হাজার PPE কিট । শুধু তাই নয়, সবাই যাতে এই উদ্যোগে তাঁর পাশে দাঁড়ান, সেই জন্য শুরু করলেন ক্যাম্পেন ।

vidya balan latest news  vidya balan ppe kits  vidya balan donates  বিদ্যা বালানের খবর  বিদ্যা বালানের অনুদান
vidya balan latest news vidya balan ppe kits vidya balan donates বিদ্যা বালানের খবর বিদ্যা বালানের অনুদান

By

Published : Apr 26, 2020, 3:18 PM IST

মুম্বই : ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য PPE কিট একটি অত্যাবশকীয় সামগ্রী । এই কিট ছাড়া কোরোনা আক্রান্তের কাছে গেলে সংক্রামিত হওয়ার সুযোগ থাকে । তাই সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে PPE কিট দান করলেন বিদ্যা বালান ।

সেলেব্রিটি শাউট আউট প্ল্যাটফর্ম ট্রিং-এর সঙ্গে হাত মিলিয়ে সোশাল মিডিয়ায় ক্যাম্পেনও শুরু করলেন বিদ্যা । এই প্ল্যাটফর্মের মাধ্যমে কেউ কোনও অনুদান দিলেই তাঁর কাছে পৌঁছে যাবে একটি ভিডিয়ো । সেই ভিডিয়োয় বিদ্য়া ব্যক্তিগতভাবে ধন্য়বাদ জানাবেন অনুদানকারীকে ।

বিদ্যা নিজে শুধু PPE কিট দিয়েছেন তা নয়, আরও হাজারটা কিটের জন্য টাকাও যোগাড় করছেন তিনি । ফেসবুকে শেয়ার করা একটি ভিডিয়ো বার্তায় জানালেন অভিনেত্রী ।

বিদ্যার এই ক্যাম্পেনে সাড়াও পড়েছে প্রচুর । প্রায় আড়াই হাজারের বেশি PPE কিট মিলেছে এই উদ্যোগের ফলে । তাই সবাইকে ধন্য়বাদ জানিয়েছেন অভিনেত্রী । দেখে নিন ভিডিয়ো..

ABOUT THE AUTHOR

...view details