মুম্বই : লকডাউনের পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে । যাবতীয় নিয়মবিধি মেনে কাজ শুরু করছেন সবাই । অল্প অল্প করে সচল হচ্ছে শুটিং পাড়াও । আর এবার শুটিং ফ্লোরে ফিরলেন বিদ্যা বালান ।
কয়েকদিন আগে শুটিং শুরু করেছেন অক্ষয় কুমার । খুব তাড়াতাড়ি 'রাধে'-র শুটিং শুরু করবেন সলমন খানও । তো নায়িকারাই বা বাদ যাবেন কেন ? শুটিং শুরু করলেন বিদ্যা ।