মুম্বই : বাংলা ছবি 'ভালো থেকো' দিয়ে বড় পরদায় হাতেখড়ি বিদ্যা বালানের । তবে তিনি নাম, যশ, খ্যাতি অর্জন করেন 'পরিণীতা' ছবিটি করার পর । প্রথম বলিউড ছবিতেই আকাশছোঁয়া সাফল্য..শুনে খুব সহজ মনে হচ্ছে না ? জানেন কি, 'ললিতা' চরিত্রটির জন্য 75 বার অডিশন দিয়েছিলেন বিদ্যা !
শান্তনু জানালেন, "এই গল্পটা সেই মানুষগুলোর জন্য, যাঁরা মনে করেন যে, অনেক হয়েছে, এবার থামা দরকার । বিদ্যা বালানের কথা বলি ? মেয়েটা ললিতা চরিত্রটির জন্য 75 বার অডিশন দিয়েছিল । আর প্রত্যেকবার রিজেক্টেড হয়েছিল ।"
বিদ্যা বালানও তথাকথিত 'আউটসাইডার' । কিন্তু, তিনি নিজের একটা স্বতন্ত্র্য জায়গা তৈরি করে নেন । একটা সময় তাঁর বাড়তে থাকা ওজন নিয়ে অনেক সমালোচনা হয় । কিন্তু, সেই মেদযুক্ত শরীরকেই বিদ্যা নিজের USP বানিয়ে নেন । তৈরি করেন নিজস্ব স্টাইল ও ফ্যাশন স্টেটমেন্ট ।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য প্রাথমিকভাবে দায়ি করা হয়েছে তাঁর অবসাদকে । নেপোটিজ়মের শিকার হয়ে নাকি একের পর এক সিনেমা থেকে বাদ পড়েছিলেন তিনি । আর তাই আত্মহত্যার মতো চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন অভিনেতা, অনুমান পুলিশের ।
তবে বিদ্যার এই উদাহরণ, অনেককেই মনে আশার আলো দেখাবে । আশা শান্তনুর ।