পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার আসছে 'কাহানি'-র প্রিকুয়েল ! - সুজয় ঘোষ

ছবির প্রধান চরিত্র বিদ্যা বাগচির অতীতই কী ? মিলন দামজির থেকে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা কীভাবে করেছিলেন তিনি ? এ সবই আসছে ‘কাহানি’র প্রিকুয়েলে ।

dgf

By

Published : Nov 24, 2019, 6:18 PM IST

মুম্বই : ফের সুজয় ঘোষের সঙ্গে কাজ করতে চলেছেন বিদ্যা বালন । 'কাহানি' ও 'কাহানি ২' ছবির পর আরও একবার একসঙ্গে কাজ করবেন তাঁরা । ছবির প্রধান চরিত্র বিদ্যা বাগচির অতীতই কী ? মিলন দামজির থেকে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা কীভাবে করেছিলেন তিনি ? এ সবই আসছে ‘কাহানি’র প্রিকুয়েলে ।

এখন আপাতত 'শকুন্তলা দেবী : দা হিউম্যান কম্পিটার' ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন বিদ্যা । ওই ছবির শুটিং শেষ করার পরই 'কাহানি'-র প্রিকুয়েল নিয়ে কাজ করবেন তিনি । তবে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি । এর পাশাপাশি শোনা যাচ্ছে, এই ছবির সঙ্গে সরাসরি নাকি যুক্ত থাকবেন না পরিচালক সুজয় ঘোষ । বরং তাঁর মেয়ে দিয়া ঘোষ ছবির পরিচালনা করবেন । 'বদলা' ছবিতে সুজয়ের সহকারী হিসেবে কাজ করেছিলেন দিয়া । এছাড়া 2018 সালে একটি ইংরেজি শর্ট ফিল্মও পরিচালনা করেছেন তিনি ।

আরও শোনা যাচ্ছে ছবিতে বিদ্যার বিপরীতে দেখা যাবে অভিষেক বচ্চনকে । দিয়া ও সুজয় দু'জনেই নাকি তাঁর সঙ্গে এনিয়ে কথাও বলেছেন । যদি তাই হয় তাহলে 'পা' ছবির পর এই ছবিতে ফের একবার একসঙ্গে দেখা যাবে বিদ্যা-অভিষেককে । তবে ছবির কোনও বিষয় নিয়েই এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি ।

সে যাই হোক না কেন এখন আপাতত 'শকুন্তলা দেবী : দা হিউম্যান কম্পিটার' ছবির শুটিং নিয়ে ব্যস্ত বিদ্যা । 2020 সালের গ্রীষ্মে মুক্তি পাবে ছবিটি । অন্যদিকে, 'টাইপরাইটার' সিরিজ় নিয়ে ব্যস্ত ছিলেন সুজয় ।

ABOUT THE AUTHOR

...view details