মুম্বই : ফের সুজয় ঘোষের সঙ্গে কাজ করতে চলেছেন বিদ্যা বালন । 'কাহানি' ও 'কাহানি ২' ছবির পর আরও একবার একসঙ্গে কাজ করবেন তাঁরা । ছবির প্রধান চরিত্র বিদ্যা বাগচির অতীতই কী ? মিলন দামজির থেকে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা কীভাবে করেছিলেন তিনি ? এ সবই আসছে ‘কাহানি’র প্রিকুয়েলে ।
এখন আপাতত 'শকুন্তলা দেবী : দা হিউম্যান কম্পিটার' ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন বিদ্যা । ওই ছবির শুটিং শেষ করার পরই 'কাহানি'-র প্রিকুয়েল নিয়ে কাজ করবেন তিনি । তবে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি । এর পাশাপাশি শোনা যাচ্ছে, এই ছবির সঙ্গে সরাসরি নাকি যুক্ত থাকবেন না পরিচালক সুজয় ঘোষ । বরং তাঁর মেয়ে দিয়া ঘোষ ছবির পরিচালনা করবেন । 'বদলা' ছবিতে সুজয়ের সহকারী হিসেবে কাজ করেছিলেন দিয়া । এছাড়া 2018 সালে একটি ইংরেজি শর্ট ফিল্মও পরিচালনা করেছেন তিনি ।