মুম্বই : কোনও সিনেমার শুটিংয়ের সময় শুটিং ফ্লোরটাই বাড়িঘর হয়ে যায় তারকাদের । কাজের সঙ্গে একটু মজা, একটু খুনসুটি চলতেই থাকে । ঠিক যেমন হয়েছিল 'মিশন মঙ্গল'-এর সেটে ।
একটি ভিডিয়ো শেয়ার করেছেন বিদ্যা বালান । সেখানে দেখা যাচ্ছে 'মিশন মঙ্গল'-এর সেটে ফিল্মের কস্টিউম পরেই চুটিয়ে মক ফাইটিং করছেন অক্ষয় কুমার আর বিদ্যা বালান । প্রথমে একটু বেকায়দায় পড়লেও, অক্ষয়ের সঙ্গে এই লড়াইয়ে কিন্তু জিতলেন বিদ্যাই । সবটাই মজার ছলে...