পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভারতীয় সেনাদের জন্য 'রাঁধুনি' হলেন ভিকি কৌশল - mumbai

ভারতীয় সেনাদের সঙ্গে কয়েকদিন সময় কাটাতে ভারত-চিন সীমান্তে গেছেন ভিকি কৌশল । সেখানে সেনাদের জন্য রুটি তৈরি করলেন । জানালেন এটা তাঁর জীবনের প্রথম বানানো রুটি ।

ভিকি কৌশল

By

Published : Aug 1, 2019, 11:42 PM IST

Updated : Aug 2, 2019, 10:28 AM IST

মুম্বই : অরুণাচল প্রদেশের তাওয়াং সংলগ্ন ভারত-চিন সীমান্তের ভারতীয় সেনাদের সঙ্গে সময় কাটালেন 'উরি'-র অভিনেতা ভিকি কৌশল ।

'উরি : দা সার্জিকাল স্ট্রাইক'-র পর আবার সেনাদের পোশাকে দেখা গেল ভিকিকে । ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেন ভিকি । যেখানে তাঁকে সেনাদের জন্য রুটি তৈরি করতে দেখা যায় । ক্যাপশনে নিজের অনুভূতির কথা জানিয়ে লেখেন, "এই প্রথম আমি রুটি বানালাম... আমি খুশি যে এটা সেনাদের জন্য ছিল ।"

ছবিতে সেনাদের রাঁধুনির থেকে রান্না শিখতে দেখা যায় অভিনেতাকে ।

গতকাল ইনস্টাগ্রামে ভারতীয় সেনাদের সঙ্গে দেখা করার ছবি শেয়ার করেছিলেন ভিকি । ক্যাপশনে লেখা, "অরুণাচল প্রদেশের তাওয়াঙের ভারত-চিন সীমান্তে 14,000 ফুটের উচ্চতায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কয়েকদিন কাটানোর সুযোগ পেয়ে খুশি ।"

ভিকিকে এরপর 'তখ্ত', 'ভুত পার্ট ওয়ান- দা হন্টেড শিপ'-এ দেখা যাবে । এছাড়াও মেঘনা গুলজ়ারের পরবর্তী ছবিতে ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ-র ভূমিকায় অভিনয় করবেন ভিকি কৌশল ।

Last Updated : Aug 2, 2019, 10:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details