মুম্বই : ক্লিন শেভড। পরনে ওভারকোট। হাতে ফেডোরা হ্যাট। সামনে এল সর্দার উধম সিংয়ের বায়োপিকে ভিকি কৌশলের ফার্স্ট লুক। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের বদলা নিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন বিপ্লবী সর্দার উধম সিং। তাঁর জীবনী থেকেই অনুপ্রেরিত এই ছবি। পরিচালনা করছেন সুজিত সরকার।
চলতি বছর ১০০ বছর হয়েছে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের। সেই বিষয়কে মাথায় রেখেই সর্দার উধম সিংয়ের বায়োপিক আনতে চলেছেন নির্মাতারা। ছবিটি ২০২০ সালে মুক্তির পরিকল্পনা আছে। গল্প লিখেছেন রিতেশ শাহ ও শুভেন্দু ভট্টাচার্য। সান ফিল্মস প্রোডাকশন হাউজ় রয়েছে প্রযোজনার দায়িত্বে। বর্তমানে ছবির শুটিং চলছে রাশিয়ায়।
সর্দার উধম সিং। ১৯১৯ সালের জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের নৃশংসতার বদলা নিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন তিনি। সেই মতোই বিদেশে পাড়ি দিয়েছিলেন। ফিরে এসে হত্যা করেছিলেন মাইকেল ও ডয়ারকে। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের সময় ব্রিটিশ গভর্নর ছিলেন মাইকেল।