পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রাত পৌনে তিনটের সময় ভিকির সেলফি - ভিকি কৌশলের খবর

রাত পৌনে তিনটের সময় ওয়ার্কআউটের ইচ্ছে হল ভিকি কৌশলের । শুধু তাই নয়, আয়নার সামনে দাঁড়িয়ে বেশ শৈল্পিক সেলফিও তুললেন তিনি । দেখলেই বুঝবেন...

Vicky Kaushal selfie
Vicky Kaushal selfie

By

Published : Aug 3, 2020, 10:30 AM IST

মুম্বই : বলিউডের হ্যান্ডসম হাঙ্ক ভিকি কৌশল মাঝেমধ্যেই দারুণ সব ছবি শেয়ার করে সোশাল মিডিয়ার উত্তাপ বাড়ান । এমনিতে 'উরি'-র পর তাঁর জনপ্রিয়তা তুঙ্গে । তার উপর উষ্ণ মোনোক্রোম সেলফি দিলে ফ্যানেদের উচ্ছ্বাস কি আটকে রাখা যায় ?

রাত পৌনে তিনটের সময় একটু ওয়ার্কআউটের ইচ্ছে হল ভিকির । আর সেটা করার পর ঝাপশা মোনক্রোমিক ব্যাকগ্রাউন্ডে ঝাপশা ছবি তুললেন ভিকি । টুপির আড়ালে তাঁর মুখ দেখা না গেলেও কারুকার্য করা শরীরটা স্পষ্ট ।

ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "রাত পৌনে তিনটের সময় একটু রোগা হতে ইচ্ছে করল ।" বেশ একটা ছন্দ করে ইংরেজিতে লেখা সেই ক্যাপশন । দেখে নিন...

ভিকির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'উরি : দ্য সার্জিকাল স্ট্রাইক' । এরপর অভিনেতার হাতে সুজিত সরকার পরিচালিত 'সর্দার উদাম সিং'-এর মতো ছবি রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details