পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'চুপকে চুপকে'-র রিমেকে অমিতাভের চরিত্রে ভিকি কৌশল ? - Vicky to reprise amitabh in Chupke Chupke remake

হৃষিকেশ মুখার্জি পরিচালিত 'চুপকে চুপকে'-তে ইংরেজির অধ্যাপক সুকুমার সিনহার চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ । আর এবার এই চরিত্রে দেখা যেতে পারে ভিকিকে ।

asd
ads

By

Published : Dec 15, 2020, 7:10 PM IST

মুম্বই : 1975 সালে মুক্তি পেয়েছিল 'চুপকে চুপকে'। এবার এই ছবির রিমেক করতে চলেছেন পরিচালক লাভ রঞ্জন । শোনা যাচ্ছে, এই ছবিতে ধর্মেন্দ্র চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে । আর অধ্যাপক সুকুমার সিনহার চরিত্রে অভিনয় করতে পারেন ভিকি কৌশল ।

হৃষিকেশ মুখার্জি পরিচালিত 'চুপকে চুপকে'-তে ইংরেজির অধ্যাপক সুকুমার সিনহার চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ । আর এবার এই চরিত্রে দেখা যেতে পারে ভিকিকে । যদিও এই ছবি ভিকি করবেন কি না সেই বিষয়ে এখনও সঠিকভাবে কিছু জানা যায়নি । তবে রাজকুমার ও ভিকি যাতে এই ছবি করেন তার জন্য রীতিমতো চেষ্টা চালাচ্ছেন নির্মাতারা ।

'চুপকে চুপকে'-র একটি দৃশ্যে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র ও গোবর্ধণ আসরানি

তবে আগে শোনা গিয়েছিল, এই ছবিতে রাজকুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আয়ুষ্মান খুরানা । তবে এখন শোনা যাচ্ছে আয়ুষ্মানের পরিবর্তে অভিনয় করবেন ভিকি । যাই হোক, এই মুহূর্তে আপকামিং ছবি 'হাম দো হামারে দো'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন রাজকুমার । এরপর ভূমি পেদনেকরের সঙ্গে 'বধাই দো'-র শুটিং শুরু করবেন । তার জন্য ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন । আগামী মাসেই শুরু হবে এই ছবির শুটিং ।

কোরোনা পরিস্থিতির মধ্যেই একের পর এক ছবির শুটিং শেষ করছেন রাজকুমার । আর তার মাঝেই 'চুপকে চুপকে'-র জন্য সময় বের করা তাঁর পক্ষে খুবই কঠিন বিষয় । তাও অনেক কষ্ট করে তারিখ ঠিক করার চেষ্টা করছেন নির্মাতারা ।

ভিকি কৌশল ও রাজকুমার রাও

অন্যদিকে সুজিত সরকারের 'সর্দার উধম সিং' ছবিতে দেখা যাবে ভিকিকে । এছাড়া আরও একটি ছবি রয়েছে তাঁর হাতে । সেখানে মানুষী চিল্লারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । যদিও এই ছবির নাম এখনও জানা যায়নি ।

যৌথভাবে 'চুপকে চুপকে' রিমেকের প্রযোজনা করবেন লাভ রঞ্জন ও ভূষণ কুমার । তবে এই ছবিতে শর্মিলা ঠাকুর ও জয়া বচ্চনের চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে অবশ্য এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details