মুম্বই : 1975 সালে মুক্তি পেয়েছিল 'চুপকে চুপকে'। এবার এই ছবির রিমেক করতে চলেছেন পরিচালক লাভ রঞ্জন । শোনা যাচ্ছে, এই ছবিতে ধর্মেন্দ্র চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে । আর অধ্যাপক সুকুমার সিনহার চরিত্রে অভিনয় করতে পারেন ভিকি কৌশল ।
হৃষিকেশ মুখার্জি পরিচালিত 'চুপকে চুপকে'-তে ইংরেজির অধ্যাপক সুকুমার সিনহার চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ । আর এবার এই চরিত্রে দেখা যেতে পারে ভিকিকে । যদিও এই ছবি ভিকি করবেন কি না সেই বিষয়ে এখনও সঠিকভাবে কিছু জানা যায়নি । তবে রাজকুমার ও ভিকি যাতে এই ছবি করেন তার জন্য রীতিমতো চেষ্টা চালাচ্ছেন নির্মাতারা ।
তবে আগে শোনা গিয়েছিল, এই ছবিতে রাজকুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আয়ুষ্মান খুরানা । তবে এখন শোনা যাচ্ছে আয়ুষ্মানের পরিবর্তে অভিনয় করবেন ভিকি । যাই হোক, এই মুহূর্তে আপকামিং ছবি 'হাম দো হামারে দো'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন রাজকুমার । এরপর ভূমি পেদনেকরের সঙ্গে 'বধাই দো'-র শুটিং শুরু করবেন । তার জন্য ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন । আগামী মাসেই শুরু হবে এই ছবির শুটিং ।