পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভারতীয় সেনার সঙ্গে সময় কাটিয়ে গর্বিত ভিকি... - ভারতীয় সেনার সঙ্গে ভিকি

'উরি : দ্য সার্জিকাল স্ট্রাইক'-ছবিতে ভিকির অভিনয় ভোলেননি কেউ। একজন ভারতীয় সৈনিকের যে শারীরিক গঠন, যে বলিষ্ঠ মানসিকতা থাকা প্রয়োজন, তা ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন ভিকি। আরও একবার ইন্ডিয়ান মিলিটারির অংশ হিসেবে অভিনয় করতে চলেছেন ভিকি। আর তাই ভারতীয় সেনাদলের সঙ্গে কিছুটা সময় কাটালেন অভিনেতা।

ভিকি কৌশল

By

Published : Aug 1, 2019, 9:41 AM IST

অরুণাচলপ্রদেশ : নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন ভিকি। সেই ছবিতে ভারতীয় সেনাদের হাতজোর করে প্রণাম করছেন তিনি।

ক্যাপশনে 'মাসান' খ্যাত অভিনেতা লিখেছেন, "ভারতীয় সেনার সঙ্গে কিছুদিন কাটাতে পেরে খুবই গর্বিত। ১৪ হাজার ফিট উচ্চতায় অরুণাচলপ্রদেশের ইন্দো-চায়না বর্ডারে তাওয়াং অঞ্চলে পোস্টেড রয়েছেন এই ভারতীয় সেনাদল।"

ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-এর ভূমিকায় খুব শিগগিরই দেখা যাবে ভিকিকে। মেঘনা গুলজ়ার পরিচালিত সেই ছবির নাম এখনও অজানা। এছাড়াও অভিনেতার ঝুলিতে রয়েছে 'তখ্ত' বা 'ভূত পার্ট ওয়ান - দ্য হন্টেড শিপ'-এর মতো ছবি।

ABOUT THE AUTHOR

...view details