পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'মাসান'-এর পাঁচ বছর, আবেগপ্রবণ ভিকি - ভিকি কৌশলের খবর

আজ 'মাসান'-এর পাঁচ বছরের জন্মদিন । এই সেই ছবি যা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছিল একঝাঁক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী ।

Vicky Kaushal Masaan
Vicky Kaushal Masaan

By

Published : Jul 24, 2020, 10:29 PM IST

মুম্বই : আজ থেকে ঠিক পাঁচ বছর আগে মুক্তি পেয়েছিল ভিকি কৌশল, রিচা চড্ডা, শ্বেতা ত্রিপাঠী অভিনীত 'মাসান' । তখন কে জানত যে, এখনও এই ছবি নিয়ে আলোচনা করবেন সিনেপ্রেমী মানুষরা । আবেগপ্রবণ ভিকি ।

ইনস্টাগ্রামে একঝাঁক শুটিং স্টিল ছবি শেয়ার করেছেন অভিনেতা । ক্যাপশনটিও ভারি সুন্দর লিখেছেন তিনি ।

"পাঁচ বছর আগে আজকের দিনটা । কোনও অভিনেতার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল তাঁর প্রথম শুক্রবারটা । যখন দর্শক তাঁকে প্রথমবারের জন্য বড় পরদায় দেখে । আর এর থেকে ভালো সুযাগের কথা আমি ভাবতে পারি না.."

আজও 'মাসান'-এর ভিকি, রিচা বা শ্বেতার চর্চা হয়ে সিনেমহলে । আজও এই ছবি অনেকের চোখে জল এনে দেয় । প্রথম ছবিতেই এমন সাড়া পাওয়া কি মুখের কথা ?

দেখে নিন ভিকির পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details