মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে বন্ধ শুটিং । হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । যদিও এই সময়টাকে নিজের মতো করেই উপভোগ করছেন সবাই । বাদ যাননি ভিকি কৌশলও ।
লকডাউনের মধ্যে হাতে কোনও কাজ না থাকায় বাড়ির কাজ করতে দেখা গিয়েছে তারকাদের । কেউ ঘর পরিষ্কার করছেন, কেউ বাসন মাজছেন । তো কেউ আবার রান্না করছেন জমিয়ে । আবার কেউ সময়টাকে কাজে লাগাচ্ছেন পুরোনো হবিগুলোকে একটু ঝালিয়ে নিয়ে । আর সেই কারণে অনেকে ছবি আঁকছেন, কেউ গল্পের বই পড়ছেন । আবার কেউ গান গাইছেন । ভিকিও অবশ্য বাড়ির কাজ করছেন । তার পাশাপাশি মাঝে মধ্যেই ঘুরে আসছেন স্মৃতির সরণি বেয়ে । এই সময় পুরোনো দিনগুলোকে খুবই মিস করছেন তিনি ।