মুম্বই : যে কোনও ইন্ডাস্ট্রিতে রিপ্লেসমেন্ট খুব চেনা বিষয় । কোনও ছবিতে সাইন করানোর পরেও অভিনেতাকে রিপ্লেস করার ঘটনা শোনা যায় । আর বলিউডে তো এটা মাঝেমধ্যেই ঘটে । ঠিক যেমন হল বরুণ ধাওয়ানের ক্ষেত্রে ।
শোনা যাচ্ছে করণ জোহর প্রযোজিত ও শশাঙ্ক খৈতান পরিচালিত 'মিস্টার লেলে' ছবি থেকে বাদ দেওয়া হয়েছে বরুণকে । তাঁর পরিবর্তে নেওয়া হচ্ছে ভিকি কৌশলকে ।
2020 সালে বরুণের ছবি দিয়ে 'মিস্টার লেলে'-র পোস্টারও মুক্তি পেয়ে গেছিল । তবে ডেটের সমস্যার কারণে কিছুতেই শুরু হচ্ছিল না শুটিং । এরপর কোরোনা থাবা বসাল । সব মিলিয়ে 'মিস্টার লেলে'-র ভবিষ্যৎ অনিশ্চিত ছিল ।
সম্প্রতি করণের প্রযোজনা সংস্থা 'ধর্ম প্রোডাকশন' ছবিটি শুরু করার কথা চিন্তা করেছে । তবে সেটা নাকি বরুণকে ছাড়াই । এমনও শোনা যাচ্ছে যে ইতিমধ্যে ভিকি রাজিও হয়েছেন 'মিস্টার লেলে' করতে । কমেডি ঘরানার এই ছবি নিয়ে এখন কী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার ।