মুম্বই : তারকারা সাধারণত নিজেদের দুর্বলতাগুলোকে প্রকাশ্যে আনতে চান না । তবে ভিকি একেবারে অন্যরকম । তিনি জনসমক্ষেই জানালেন যে ভূত আর জলে ভীষণ ভয় তাঁর ।
দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে ছবির প্রোমোশন করতে এসে ভিকি বলছিলেন 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ'-এর স্ক্রিপ্টকে বাছার কারণ । স্ক্রিপ্ট পড়ে একেবারে চুপ করে গেছিলেন তিনি । তাঁর মনে হয়েছিল যে, বহুদিন পর এক আদ্যোপান্ত হরর ফিল্ম হতে চলেছে হিন্দি সিনেমায় । যেখানে কোনও কমেডি নেই, রোম্যান্স নেই । শুধু ভয় আছে ।