পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নতুন ছবি নিয়ে চেয়েও কিছু বলতে পারলেন না ভিকি ! - ভিকি কৌশলের খবর

মানুষী চিল্লারের সঙ্গে জুটি বেঁধেছেন ভিকি কৌশল । এখনও অবধি ছবিটির নাম ঠিক হয়নি । দারুণ এই প্রজেক্ট নিয়ে অনেক কিছু বলতে মন চাইছে ভিকির । তবে কিছুই বলতে পারলেন না অভিনেতা ।

Vicky kaushal with manushi chillar
Vicky kaushal with manushi chillar

By

Published : Feb 25, 2021, 2:18 PM IST

মুম্বই : অভিনেতাদের অনেক নিয়মকানুনের মধ্যে দিয়ে যেতে হয় । প্রযোজনা সংস্থার সঙ্গে করা কন্ট্র্যাক্টের নিয়ম অনুযায়ী নির্ধারিত হয় তাঁদের বক্তব্য, তাঁদের কার্যকলাপ । নিজের পরবর্তী ছবি নিয়ে তাই অনেক কিছু বলতে চাইলেও মুখ বন্ধ রাখলেন ভিকি কৌশল ।

পরিচালক বিজয়কৃষ্ণ আচার্য্য এবং সিনেমাটোগ্রাফার আয়ানাকা বোসকে সঙ্গে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন ভিকি । 'ধূম 3' পরিচালক বিজয়কৃষ্ণর সঙ্গে এই প্রথম কাজ ভিকির । পুরো ইউনিটের সঙ্গে কাজ করে যে তিনি খুব সন্তুষ্ট তা প্রকট এই ছবিতে ।

ক্যাপশনে ভিকি লিখেছেন, 'কি দারুণ একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা । ইশ, আমি যদি আর একটু কিছু বলতে পারতাম আপনাদের ! তবে এখনকার জন্য এইটুকুই থাক...'

দেখে নিন ভিকির পোস্ট...

এই ছবিটি ছাড়াও সুজিত সরকার পরিচালিত 'সর্দার উধাম সিং'-এ দেখা যাবে ভিকিকে । এটি তাঁর ক্যারিয়ারে এক অন্যতম ল্যান্ডমার্ক হতে চলেছে । এছাড়াও 'দ্য ইমমর্টাল অফ অশ্বত্থামা'-তেও থাকবেন অভিনেতা ।

ABOUT THE AUTHOR

...view details