মুম্বই : কোরোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পিএম কেয়ার্স ফান্ড নামে ওই তহবিলে সমাজের সব স্তরের মানুষকে দান করার আবেদন জানান তিনি । তাঁর সেই আবেদনে সাড়া দিয়েছেন বলিউডের একাধিক তারকা । সেই তালিকায় রয়েছেন ভিকি কৌশলও । পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ত্রাণ তহবিলে 1 কোটি টাকা অনুদান দিলেন তিনি ।
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 কোটি টাকা অনুদান ভিকির
পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 কোটি টাকা অনুদান দিলেন ভিকি কৌশল । এর আগে পিএম কেয়ার্স ফান্ডে অনুদান দিয়েছেন বলিউডের একাধিক তারকা ।
আজ ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন ভিকি । সেখানে লেখেন, "আমি অনেক সৌভাগ্যবান যে প্রিয়জনদের সঙ্গে নিরাপদে ঘরে বসে রয়েছি । কিন্তু, অনেক মানুষই এতটা ভাগ্যবান নন । এই কঠিন পরিস্থিতির মধ্যে আমি পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 কোটি টাকা অনুদান দিচ্ছি । এভাবেই একসঙ্গে আমরা জিততে পারব । চলুন সবাই একসঙ্গে ভালো ভবিষ্যতের জন্য কিছু করি ।"
শনিবার ওই বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেন প্রধানমন্ত্রী । সেখানে সমাজের সব স্তরের মানুষকে দান করার আবেদন জানিয়েছিলেন তিনি । তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে বলিউড তারকাদের মধ্যে অক্ষয় কুমারই সবার প্রথমে ওই তহবিলে অনুদান দেন । 25 কোটি টাকা দান করেন তিনি । এরপর একে একে এগিয়ে আসেন একাধিক তারকা । বরুণ ধাওয়ান থেকে শুরু করে অনুষ্কা শর্মা, কৃতি শ্যানন, শিল্পা শেট্টি, রাজকুমার রাও, দিলজিৎ দোসাঞ্জ, অনুষ্কা শর্মা, গায়ক গুরু রণধাওয়া সহ আরও অনেকে সাহায্য করেন । তবে শুধু বলিউড তারকারাই নন । দেশের এই কঠিন সময় সাহায্যের জন্য এগিয়ে এসেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকাও ।