মুম্বই : অবশেষে কয়েক মাস পর ফের শুটিং ফ্লোরে ফিরলেন ভিকি কৌশল । সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে একথা অনুরাগীদের জানিয়েছেন তিনি ।
দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়েছিল শুটিং । এমনকী, বন্ধ হয়ে যায় সিনেমা হল । সেই সময়টা বাড়িতেই পরিবারের সঙ্গে কাটিয়েছিলেন তারকারা । বাদ যাননি ভিকিও । অবশেষে পরিস্থিতি একটু স্বাভাবিক হতে সরকারি অনুমতি পেয়ে শুরু হয় শুটিংয়ের কাজ । ইতিমধ্যেই শুটিং শুরু করে দিয়েছেন অক্ষয় কুমার, আমির খান, করিনা কাপুর খান, তাপসী পান্নু সহ অনেকেই । আর এবার এই তালিকায় যুক্ত হলেন ভিকিও ।