পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রয়াত 'ভিকি ডোনর' খ্যাত অভিনেতা ভূপেশ পান্ডে - bhupesh pandya death

প্রয়াত 'ভিকি ডোনর' খ্যাত অভিনেতা ভূপেশ পান্ডে । তাঁর মৃত্যুতে টুইটারে শোকপ্রকাশ করেছে NSD ।

sad
asd

By

Published : Sep 23, 2020, 11:41 PM IST

মুম্বই : প্রয়াত 'ভিকি ডোনর' খ্যাত অভিনেতা ভূপেশ পান্ডে । ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি । তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয় ন্যাশনাল স্কুল অফ ড্রামার (NSD) তরফে ।

বেশ কয়েক বছর ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন ভূপেশ । চিকিৎসা করার মতো আর্থিক সামর্থ্য ছিল না তাঁর । সেকথা টুইট করে কয়েকদিন আগে জানিয়েছিলেন মনোজ বাজপেয়ী । সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধও করেছিলেন তিনি । এরপর আদিল হোসেন ও রাজেশ তৈলাংও প্রয়াত অভিনেতার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে শুরু করেন । নেটিজ়েনদের সাহায্য করার অনুরোধ করেছিলেন তাঁরাও ।

কিন্তু, শেষ রক্ষা আর হল না । অবশেষে এই মারণ রোগের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন ভূপেশ । প্রিয়জনদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি ।

তাঁর মৃত্যুতে টুইটারে শোকপ্রকাশ করেছে NSD । লেখে, "ভূপেশ পান্ডের মৃত্যুর খরবটা খুবই দুঃখের । গোটা NSD পরিবার তাঁর আত্মার শান্তি কামনা করে ।"

এরপর ভূপেশের আত্মার শান্তি কামনা করে টুইট করেন মনোজ বাজপেয়ীও ।

ABOUT THE AUTHOR

...view details