মুম্বই : কোয়ারেন্টাইনে প্রত্যেক সেলেব্রিটিদেরই বাড়ির কাজ নিজেকেই করতে হচ্ছে । কেউ রান্না করছেন তো কেউ বাসন মাজছেন, কেউ ঘর মুছছেন তো কেউ ওয়াড্রোব গোছাচ্ছেন । ভিকি কী করলেন ?
কোয়ারেন্টাইনে ফ্যান পরিষ্কার করলেন ভিকি । তাও আবার টুল ছাড়াই । যত্ন করে ফ্যানের ব্লেড পরিষ্কার করতে করতে ভিকি হিন্দিতে বললেন, "যার ছেলে লম্বা, তারও অনেক কাজ, পাখা পরিষ্কার করিয়ে নাও, টুল আর কী কাজ.." বলিউডের এক জনপ্রিয় গান, 'জিসকি বিবি মোটি'-র অনুকরণে মজা করে ভিকির বলা এই কথায় বেশ আনন্দ পেয়েছেন তাঁর ভক্তরা ।