দিল্লি : বলিউড স্টার হৃতিকের 'সুপার ৩০'-র প্রশংসা এখন সকলের মুখে মুখে । বক্স অফিসেও ভালো ব্যবসা করছে ছবিটি । অনেক রাজনীতিবিদ ও প্রশংসা করেছেন ছবিটির । এবার সেই তালিকায় নাম জুড়লেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও । 'সুপার ৩০' দেখে প্রশংসা করলেন তিনি ।
উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু গণিতবিদ আনন্দ কুমারের জীবনের উপর বানানো মোটিভেশনাল ফিল্ম 'সুপার ৩০' দেখলেন । ছবির প্রযোজক, অভিনেতা, আনন্দ কুমার ও তাঁর নিজের পরিবারের সঙ্গে ছবিটি দেখার পর সোশাল মিডিয়ায় তা শেয়ারও করলেন তিনি ।