পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'সুপার ৩০'-র প্রশংসায় উপরাষ্ট্রপতি - film

বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদির পর এবার 'সুপার ৩০'-র প্রশংসা করলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ।

'সুপার ৩০'-র প্রশংসায় উপরাষ্ট্রপতি

By

Published : Jul 18, 2019, 12:49 PM IST

দিল্লি : বলিউড স্টার হৃতিকের 'সুপার ৩০'-র প্রশংসা এখন সকলের মুখে মুখে । বক্স অফিসেও ভালো ব্যবসা করছে ছবিটি । অনেক রাজনীতিবিদ ও প্রশংসা করেছেন ছবিটির । এবার সেই তালিকায় নাম জুড়লেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও । 'সুপার ৩০' দেখে প্রশংসা করলেন তিনি ।

উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু গণিতবিদ আনন্দ কুমারের জীবনের উপর বানানো মোটিভেশনাল ফিল্ম 'সুপার ৩০' দেখলেন । ছবির প্রযোজক, অভিনেতা, আনন্দ কুমার ও তাঁর নিজের পরিবারের সঙ্গে ছবিটি দেখার পর সোশাল মিডিয়ায় তা শেয়ারও করলেন তিনি ।

ছবিটি দেখার পর এক সাক্ষাৎকারে উপরাষ্ট্রপতি বলেন, "আনন্দ কুমার গরীব বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছেন । আমি তা থেকে প্রভাবিত হয়েছি ।"

ভেঙ্কাইয়া নাইডু আরও বলেন, "এই সম্মানীয় কাজের জন্য তিনি সবার কাছে প্রশংসা পাওয়ার যোগ্য ।"

'সুপার ৩০'-তে গণিতবিদ আনন্দ কুমারের জীবন দেখানো হয়েছে । যেখানে টপ ইনস্টিটিউটে পড়ানো থেকে গরীব বাচ্চাদের পড়ানো, নিজের কোচিং সেন্টার খোলা, বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই সবকিছুকে তুলে ধরা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details